December 22, 2024, 10:11 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কবুরহাটে ট্রাকের ধাক্কায় সাইকেলআরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। বিকেল সোয়া ৫টায় ঘটনার পরপরই কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সাড়ে ৫টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত স্কুল ছাত্রের নাম মো. হামজা (১৩)। সে কুষ্টিয়ার কবুরহাট কদমতলা এলাকার মো. সোহেল হোসেনের ছেলে এবং কবুরহাট মাধ্যমিক স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
নিহতের চাচাতো ভাই অর্পণ মাহমুদ বলেন, হামজা সাইকেল যোগে প্রাইভেট পরে ফিরছিলো। কবুরহাট মাধ্যমিক স্কুলের কাছেই কুষ্টিয়া-পোড়াদহ সড়কে বেপরোয়া গতিতে আসা ট্রাক এর সাথে ধাক্কা লাগলে হামজা আহত হয়। স্থানীয়রা তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালে সেখানে সাড়ে ৫ টায় তার মৃত্যু হয়। কুষ্টিয়া মডেল থানার ওসি শওকত কবির বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয়রা খান রাইস মিলের ট্রাকটি চিহ্নিত করতে পেরেছে। ট্রাক বা চালককে এখনো আটক করা সম্ভব হয়নি।
Leave a Reply