October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শেষ পর্যন্ত করোনা ভাইরাসের কাছে পরাজিত হলেন ইসলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি প্রফেসর ড. সাইদুর রহমান। বৃহস্পতিবার ভোর ৬ টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালের কল্যাণপুর শাখায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সাইদুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টার দায়িত্বেও ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি ড. সাইদুর রহমান সস্ত্রীক করোনা করোনা আক্রান্ত হন। করোনা তার ফুসফুসের জটিলতা সৃষ্টি করে। প্রথমা ধাপে চিকিৎসা শেষে তার পূণ করোনা টেস্টে ফলাফল নেড়েটিভ আসে। সম্প্রতি আবার জটিলতা দেখা দেয়। ২রা ফেব্রুয়ারি থেকে তিনি ঢাকা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি ছিলেন। পরে তাকে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভিসি, শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি ও ইবিসাস সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্রসংগঠনগুলো।
তিনি ১৯৯৯ সালে সিলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগে যোগদান করেন।
Leave a Reply