October 30, 2024, 7:20 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় গত সাত দিনে নতুন করে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ২৩ ফেব্রুয়ারি নতুন একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আইসোলেশন ওয়ার্ডে থাকা দুজনের মধ্যে একজনের মৃত্যু হয় সেখানে এখন একজন রোগী অবশিষ্ট আছেন ১জন। আর হোম আইসোলেশন এ আছেন তিন জন রোগী। সব মিলিয়ে কুষ্টিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এখন চারজন। এই হিসেব কুষ্টিয়া জেলা প্রশাসনের।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব এর বরাত দিয়ে জেলা প্রশাসন অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিদিন করোনাভাইরাস সংক্রান্ত আপডেট তথ্য প্রেস বিজ্ঞপ্তি আকারে দিয়ে থাকেন। সেই তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৭ ফেব্রুয়ারি অবশিষ্ট করোনা রোগী ছিল ১০ জন। সেদিন নতুন করে কেউ করোনা আক্রান্ত হয়নি। পরদিন ১৮ ফেব্রুয়ারি একজন নতুন করোনা আক্রান্ত হন, তবে এই দিন সুস্থ হন দুইজন। এতে অবশিষ্ট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসে ৯ জনে। ১৯ ফেব্রুয়ারি নতুন কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি, সুস্থ হন দুইজন। অবশিষ্ট করোনা রোগীর সংখ্যা কমে আসে ৭-এ। এই ৭ জনের মধ্যে ২ জন ছিলেন হাসপাতালে করোনা আইসোলেশন ওয়ার্ডে, বাকি পাঁচজন নিজের বাসায় আইসোলেশনে ছিলেন। ১৯ ফেব্রুয়ারির এ হিসেব অপরিবর্তিত ছিল গত ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। অর্থাৎ এই ৪ দিনে নতুন করে কেউ করোনা আক্রান্ত যেমন হয়নি, তেমনি কেউ সুস্থ হয়েও ওঠেনি। ২৩ ফেব্রুয়ারি আইসোলেশন ওয়ার্ডে থাকা একজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়, আর হোম আইসোলেশন-এ থাকা দুইজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে ওঠেন। এদিনও নতুন করে কেউ করোনাভাইরাসে আক্রান্ত হননি। কুষ্টিয়া জেলা প্রশাসনের দেয়া তথ্যমতে জেলায় এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জন। এর মধ্যে একজন আছেন হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে। বাকি তিনজন নিজ বাসায় হোম আইসোলেশন এ আছেন।
জেলা প্রশাসনের প্রেসবিজ্ঞপ্তি মোতাবেক কুষ্টিয়া জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৯ জন, আর এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৩,৮৭৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩,৭৮৬ জন। ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত করোনাভাইরাসের টিকা নিয়েছেন ৩০,১৪৪ জন।
Leave a Reply