প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২১, ৮:০২ পি.এম
কুষ্টিয়া বার নির্বাচন/ সভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৭ জনের লড়াই
এস.এম.শামীম রানা/
কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন বৃহস্পতিবার । নির্বাচনকে কেন্দ্র করে আদালত পাড়াই উৎসবের আমেজ বিরাজ করছে। ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে আদালত চত্বর।
এবারের নির্বাচনে ১৭ টি পদের বিপরীতে এযাবৎ কালের রেকর্ড সংখ্যক ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান সিনিয়র আইনজীবী এস এম আনসার আলী জানান সুষ্ঠু ভাবে ভোট গ্রহনের জন্য সব রকম প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সকাল ৯.৩০ থেকে ৩.৩০ পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচনী প্রচারনার শেষদিন গতকাল প্রজেকশন মিটিং এ সভাপতি প্রার্থী আসম আখতারুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক হাসানুল আসকার হাসুকে বর্তমান সভাপতি অনুপ কুমার নন্দী ও সাধারন সম্পাদক আবু সাঈদ সমর্থন দিয়েছেন। অন্য দিকে সভাপতি প্রার্থী জহুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে দেওয়ান মাসুদ করীম মিঠুকে সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম দুলাল গ্রুপ সমর্থন দিয়েছেন বলে জানা গেছে। অন্যদিকে বিএনপি থেকে সভাপতি প্রার্থী আব্দুল মান্নাফ ও সাধারণ সম্পাদক প্রার্থী মাহাতাব উদ্দিন কে সমর্থন দিয়েছেন। অন্যপ্রার্থীরা প্যানেল ভুক্ত হলেও নিজ নিজ উদ্যোগে প্রচারনা চালাচ্ছেন বলে জানিয়েছেন।
এবার নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে তিনজন প্রার্থী, তারা হলেন সিনিয়র আইনজীবী ও কুষ্টিয়ার সরকারি কৌশুলী জিপি আ,স,ম, আখতারুজ্জামান (মাসুম), জহুরুল ইসলাম ও আব্দুল মান্নাফ। সিনিয়র সহ-সভাপতি পদে দু্ইজন আব্দুল ওয়াদুদ ও মন্জুরী বেগম। সহ-সভাপতি দুইজন শামসুজ্জামান মনি ও আব্দুর রহমান।
সাধারন সম্পাদক পদে এবার অতিতের সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ সাত জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন তারা হলেন সিনিয়ার নোটারি পাবলিক আইনজীবী, নজরুল ইসলাম (১), মাহাতাব উদ্দিন, রফিকুল ইসলাম সবুজ, খন্দকার সামস তানিম মুক্তি, হাসানুল আসকার হাসু,এস.এম. মনোয়ার হোসেন মুকুল ও দেওয়ান মাসুদ করিম মিঠু ।
যুগ্ম-সম্পাদক পদে দুই জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।তারা হলেন শহিদুল ইসলাম বাবু ও মনোয়ারুল ইসলাম (মনিরুল) কোষাধ্যাক্ষ পদে দুইজন তোফাজ্জেল হোসেন ও এস.এম.শাতিল মাহমুদ । লাইব্ররেী সম্পাদক পদে তিনজন আব্দুস সাত্তার (শাহেদ), মোস্তাফিজুর রহমান ও মারুফ বিল্লাহ। সাংস্কৃতিক সম্পাদক পদে দুইজন এনামুল হক ও মর্জিনা খাতুন।দপ্তর সম্পাদক পদে দুই জন, ওয়ালীউল বারী ও আশুতোষ কুমার পাল।
সিনিয়ার সদস্য ৪ টি পদে ৬ জন আইনজীবী প্রার্থী হয়েছেন এরা হলেন সিনিয়র এডভোকেট ইকবাল হোসেন(১) মাহমুদুল হক চন্চল , কাজী সিদ্দিক আলী, সাইফুল ইসলাম, আব্দুর রহীম ও আবু আজম। জুনিয়র সদস্য ৪ টি পদে ৯ জন প্রার্থী হচ্ছেন আগা মোহাম্মদ মশিউর রহমান,রোকুনুজ্জামান(সাজু), আমিনূর রশীদ (লালন),মকলেছুর রহমান পিন্টু, ওয়াকিবুল ইসলাম (লিপসন), ইমরান হোসেন দোলন, শারিমা আক্তার, খন্দকার তরিকুল ইসলাম ও আব্দুর রাজ্জাক।
এবারের নির্বাচন কমিশনের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন সিনিয়র আইনজীবী এস এম আনসার আলী, সদস্য কে এম আব্দুর রউফ ও মীর সানোয়ার হোসেন। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার।এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৭৫ জন গতবার ভোটার সংখ্যা ছিলো ৩৮৪ জন আইনজীবী। সবাইকে করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে ভোটকেন্দ্রে আসার অনুরোধ করেছেন নির্বাচন কমিশন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি