দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ৩ জনের দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজারে জনতার হাতে আটক ৩জন বালি উত্তোলনকারীকে এ দন্ড দেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার। দন্ডিতরা ফিলিপনগর এলাকার পিন্টু সর্দার ও কোয়েল এবং ইসলামপুর এলাকার রাসেল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বৈরাগীরচরের নীচে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করার সময় বালিভর্তি ট্রলি সহ ৩জনকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার কে খবর দেয় এলাকাবাসী।
খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ঘটনাস্থলে গিয়ে আটক ৩ জনকে বালু মহল ও মাটি ব্যবস্থাপা আইন ২০১০ এর ১১/১৫ এর ১ ধারায় ৫০ হাজার টাকা করে দেড় লাখ টাকা জরিমানা করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি