December 22, 2024, 9:45 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় ক্যারন পোকপন্ড বাংলাদেশ নামের একটি বেসরকারী পশূ খাদ্য উৎপাদন কারখানয়ি বিন বিস্ফোরণে দুই শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সদর উপজেলার সুবদিয়া গ্রামে অবস্থিত ওই কারখানায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি কর্তৃপক্ষ গোপন রাখে বলে দুগ্ধ শ্রমিকদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
আহত শ্রমিকরা হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে তানজিন আরিফ সজিব (২৯) ও একই উপজেলার মানিকদিহির গোলাম মণ্ডলের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৬)। তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে রেফার্ড করো হয়েছে।
ঐ কোম্পানির অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট সাইফুল হাসনাত জানান, সকাল আনুমানিক ১০টার দিকে শ্রমিক তানজিন হোসেন আরিফ ভুট্টা ও সয়াবিনের বিন পরিস্কার করতে গেলে অসাবধানতাবসত তা বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা আব্দুল্লাহ আল মামুন নামের আরেক শ্রমিক দগ্ধ হয়। তাদেরকে এক ঘন্টা পর বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস জানান, আহত শ্রমিকদের অব¯’া ভাল ছিল না। তাদের মুখন্ডল, দুই হাত, বুকসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুপুর ২টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।
আহত শ্রমিক তানজিন হোসেন আরিফের ভাই মনজিল হোসেন জানান তারা বিন বিস্ফোরণের খবর পেয়ে সেখানে কর্মরত তাদের স্বজনদের খোঁজ খবর নিতে গেলে কোম্পানী কতৃপক্ষ তারেদরকে ভেতরে প্রবেশই করতে দেয়নি। পরে হাসপাতাল থেকে জানতে পারেন বিষয়টি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, বিষয়টি পুলিশ অবগত তবে এখনও কেউ কোনো অভিযোগ করেনি।
Leave a Reply