দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কারোর ব্যক্তিগত ফরমায়েশে কুমারখালী-খোকসা থানা আওয়ামী লীগ চলবে না। খানা আওয়ামী লীগের পরিচালনার নীতিমালা মোতাবেক জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় পরিচালিত হবে। প্রয়োজন হলে উপজেলা থানা আওয়ামী লীগের বিশেষ কমিটির মাধ্যমে মতামতের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে।
কুমারখালীর নবনির্বাচিত পৌর মেয়রকে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুষ্টিয়া -৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এসব কথা বলেন।
কুমারখালী উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত মেয়র মো. সামছুজ্জামান অরুনকে গণসংবর্ধনা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার ও কুমারখালী উপজেলা যুবলীগের সভাপতি মো. হারুন অর রশিদ হারুন ও সাধারণ সম্পাদক মো. মনির হাসান রিন্টু সহ আওয়ামলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগের বিভিন্ন নেতাকর্মী। রাতে সংগীতানুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply