December 27, 2024, 7:23 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, ইবি/
শিক্ষামন্ত্রণালয়ের সিদ্ধান্ত প্রত্যাখান করেছে হল ও ক্লাস খুলে দেয়ার দাবিতে আন্দোলনরত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এজন্য তারা ১ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।
আজ (মঙ্গলবার) ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থী ও ইসলামী বিশ^বিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি কে সাদিক। এ সময় বক্তব্য রাখেন ইসলামী বিশ^বিদ্যালয় শাখা ছাত্র মৈত্রীর সভাপতি আব্দুর রউফ ও আরবী ভাষা সাহিত্য বিভাগের শিক্ষার্থী আবু রায়হান।
এ সময় স্থগিত পরীক্ষা কার্যক্রম স্বাভাবিক করে দেয়া ও আগামী ১ মার্চের মধ্যে হল না খুললে হলে উঠে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।
সংবাদ সম্মেলনে সাদিক বলেন, সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো করোনা সংক্রমনের দোহাই দিয়ে হল ও ক্যাম্পাস খুলে শিক্ষাকার্যক্রম স্বাভাবিক করতে চাইছেন না। কিš‘ সারাদেশের সবকিছু উন্মুক্ত করে দেয়া হয়েছে।
অন্যদিকে করোনা সংক্রমনও কমে এসেছে এবং ইতোমধ্যে ভ্যাকসিনও চলে এসেছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই, আগামী ১৭ মে হল ও ২৪ মে ক্যাম্পাস খুলে দেয়ার যে অযৌক্তিক সিদ্ধান্ত নেয়া হয়েছে সেখান থেকে সরে এসে দ্র“ত হল ও ক্যাম্পাস খুলে শিক্ষাকার্যক্রম শুর“ করতে হবে।
তিনি বলেন, শিক্ষামন্ত্রণালয়ের এমন সিদ্ধান্ত আমরা পুনর্বিবেচনা করার দাবি করে এ সিদ্ধান্তকে প্রত্যাখান করছি। আমরা মনে করি, এ সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের পরি¯ি’তি বিবেচনায় না নিয়েই গ্রহণ করা হয়েছে।
একটি প্রতিনিধি দল পরে বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শেখ আব্দুস সালামের সাথে সাক্ষাত করেন।
পরে উপাচার্য জানান সবকিছুই করা হবে পরিস্থিতির আলোকে সরকারী সিদ্ধান্তের উপর ভিত্তি করে। তিনি জানান শিক্ষার্থীদের দাবি তো আসলে ক্লাস-পরীক্ষাই হওয়া উচিত। কিš‘ তাদেরকেও চলমান বিশ্ব পরিস্থিতিও বিবেচনা করতে হবে।
Leave a Reply