December 21, 2024, 8:38 pm
আসিফ যুবায়ের/
শেখ রাসেল কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতুর ওপর দিয়ে অবৈধ যানবাহন ট্রলিতে করে বালু নিয়ে যাওয়া হচ্ছে। সম্পূর্ণ অপরিকল্পিত এবং অবৈধ উপায়ে না ঢেকে খোলা অবস্থায় বালু পরিবহন করায় সেতু এবং রাস্তার উপরে পড়ে এক ধরনের পিচ্ছিল আবরণ তৈরি করছে। এতে ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে বিপাকে পড়ছেন মোটরসাইকেল চালকরা।
শেখ রাসেল সংযোগ সেতু হরিপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন। এটি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার এবং অর্থনৈতিক উন্নতির জন্য বৃহৎ ভূমিকা রাখছে। কিন্তু সামগ্রিক উন্নয়নের স্বার্থ তখনই প্রশ্নবিদ্ধ হয় যখন সেখানে থাকে না কোনো রকম ব্যবস্থাপনা এবং শৃঙ্খলা।
পদ্মা-গড়াই বিধৌত হরিপুর থেকে প্রতিদিন টনকে টন বালু উত্তোলন হয় । এসব পরিবহনে ব্যবহার হচ্ছে যেসব ট্রলি এগুলো লাইসেন্সবিহীন, চালকও লাইসেন্সবিহীন। কোনরকম নিয়ম-নীতির তোয়াক্কা না করেই ব্যবসায়ীরা বালু পরিবহন করছে। ব্রিজের প্রস্থে দুই প্রান্তে বালি ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে শুকনা বালুর কারণে। এই শুকনা বালুর উপরে যানবাহনের চাকা উঠলেই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে। প্রতিনিয়ত ঘটছে নানান ধরনের দুর্ঘটনা।
এ ব্যাপারে কথা হয় হরিপুরের বাসিন্দা মো. রফিকের সঙ্গে। তিনি বলেন, বালু উড়ে চোখে পড়ে, যানবাহন দুর্ঘটনায় পড়ে। কোন ব্যবস্থা নেয়া হয় না বলে দুর্ঘটনা বেড়েই চলেছে।
কুষ্টিয়া-হরিপুর সেতুর কাছে সরকারি ড্রেজার, ভরাট হলো ব্যাক্তি মালিকানা ডোবা
Leave a Reply