January 7, 2025, 7:21 pm
নিজস্ব প্রতিবেদক:
কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক প্যানেল মেয়র নাফিজ আহমেদ খান টিটুকে দেখতে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের সহ জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা নাফিজ আহমেদ খান টিটুকে দেখতে যান। এসময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নাফিজ আহমেদ খান টিটুর রোগমুক্তি কামনা করে দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে গত ১৬ ফেব্রুয়ারী জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে স্থানান্তরিত করেন। বর্তমানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা । এসময় জাতীয় পার্টি, জাতীয় কৃষক পার্টি, জাতীয় যুব সংহতি সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply