October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
টানা ৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুটি উপ-উপাচার্যের মেয়াদ শেষ করলেন অধ্যাপক ড. শাহিনুর রহমান। আর এ পদে তিনিই সর্বপ্রথম পরপর দুই মেয়াদে আট বছর দায়িত্ব পালন করলেন। এই মেয়াদ পূর্তিতে সংবর্ধিত হয়েছেন তিনি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) প্রশাসন ভবনের সভা কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপ-উপাচার্যকে ফুল ও বই উপহার দিয়ে বিদায়ী সংবর্ধনা জানান উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এরপর বঙ্গবন্ধু পরিষদ, শাপলা ফোরাম, বিভিন্ন হল, বিভাগ, বিভিন্ন অফিস প্রধানগণ ও ইবি ছাত্রলীগ ফুল-ক্রেস্ট দিয়ে তাকে বিদায়ী সংবর্ধনা দেন।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সরওয়াদ মুর্শেদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগীয় সভাপতি, বিভিন্ন প্রশাসনিক প্রধান, শিক্ষক, কর্মকতা, কর্মচারী, ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, শাহিনুর রহমান মানুষ হিসেবে খুবই আন্তরিক। তিনি জানান যেকোনো কাজে তিনি তাকে পাশে পেয়েছেন। ভালো ভালো পরামর্শ পেয়েছেন।
উপচার্য আমরা আশা করেন একজন শিক্ষক হিসেবে তিনি বিশ^বিদ্যালয়ের পাশে থাকবেন, বিশ্ববিদ্যালয়ের জন্য কাজ করে যাবেন।
শাহিনুর রহমান প্রথম মেয়াদে ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত উপ-উপাচার্যের দায়িত্ব পালন করেন।
২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি তিনি দ্বিতীয়বারের মতো ইবির উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান।
প্রতিক্রিয়া ব্যক্ত করতে যেয়ে শাহিনুর রহমান বলেন তিনি দারুণ ধৈর্য্য নিয়ে এই এতবড় একটি সময় দায়িত্ব পালন করে গেছেন। সততা. নিষ্ঠাকে তিনি সবচে বেশি গুরুত্ব দিয়েছেন।
Leave a Reply