December 22, 2024, 4:03 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, চুয়াডাঙ্গা/
চুয়াডাঙ্গায় পানিতে ডুবে তাবাচ্ছুম সুলতানা (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলার দীননাথপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু তাবাচ্ছুম সদর উপজেলার দীননাথপুর গ্রামের কৃষক আনারুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে বাড়ির পাশের একটি পুকুর পাশে খেলছিল শিশু তাবাচ্ছুমসহ কয়েকজন শিশু। অসাবধানতাবসত তাবাচ্ছুম পুকুরে পড়ে যায়। বাড়ি ফিরতে না দেখে তাকে অনেক খোঁজাখুঁজি করতে থাকে তার পরিবার। কয়েক ঘন্টা পর পুকুরে শিশু তাবাচ্ছুমকে ভাসতে দেখে প্রতিবেশীরা। পরে পুকুর থেকে উদ্ধার তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত শিশুর বাবা আনারুল ইসলাম জানান, দুপুরে খাওয়ার পর খেলা করতে বাইরে যায় তাবাচ্ছুম। তারপর আর বাড়ি ফিরে আসেনি সে। তাকে বাড়ি আসতে না দেখে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে প্রতিবেশীরা বাড়ির পাশের একটি পুকুরে তার দেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সাইদুজামান জানান, হাসপাতালে নেয়ার আগে মারা যায় তাবাচ্ছুম।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, আবেদনের প্রেক্ষিতে শিশুটির মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলাও হয়েছে।
Leave a Reply