দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
প্রখ্যাত কৃষক নেতা জাসদের অন্যতম প্রতিষ্ঠাতা, ৬২ নিউক্লিয়াসের অন্যতম সদস্য, মিরপুর উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান শহীদ মারফত আলীর স্মরণে আলোচনা সভা হয়েছে মিরপুর উপজেলা জাসদ কার্যালয়ে। বুধবার বেলা ১১টায় এ সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা মহাম্মদ শরীফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ। বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মোঃ আফতাব উদ্দীন, প্রচার সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল গনি, ছাতিয়ান ইউনিয়ন জাসদের অন্যতম নেতা মোঃ আব্দুল জলিল, আমলা ইউনিয়ন জাসদের সভাপতি মোঃ আজাম্মেল হক, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুর রহমান মন্টু, আমবাড়ীয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক মোঃ হেলান উদ্দিন শিলু, চিথলিয়া ইউনিয়ন জাসদের সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, ফুলবাড়ীয়া ইউনিয়ন জাসদের অন্যতম নেতা মিজানুর রহমান মিজান, জাতীয় নারী জোট মিরপুর উপজেলা শাখার নেত্রী লাভলী ইয়াসমিন, জাতীয় যুব জোট মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বিদ্যুৎ, বাংলাদেশ ছাত্রলীগ মিরপুর উপজেলা শাখার সভাপতি মীর মুখতিছুর রহমান মির্জা সহ নেতৃবৃন্দ।
এর আগে সকাল সাড়ে ৮টায় আমলা সরকারি ডিগ্রী কলেজ চত্বরে র্যালি শেষে শহীদ মারফত আলীর সমাধিস্থলে ফুলের শ্রদ্ধা এবং দোয়া করা হয়।
Leave a Reply