October 30, 2024, 8:01 pm
আব্দুল আলিম, ভেড়ামারা/
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর (২০) বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চন্ডিপুর জিকে ক্যানেলের পাশে ওই তরুণীর লাশ পড়েছিল।
ভেড়ামারা থানার ওসি শাহজালাল জানান, লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশ মনে করছে তাকে শ^াসরোধ করে হত্যা করা হয়েছে।
হত্যাকান্ডের কারন জানা যায়নি বলে ওসি জানান। তবে পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কিছু আলামত উদ্ধার করেছে।
হত্যা রহস্য উদঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে বলে জানান তিনি।
Leave a Reply