December 22, 2024, 2:33 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে ডিম বোঝায় শ্যালো ইঞ্জিন চালিত আগলামন (অননুমোদিত স্থানীয় যান) ছিনতাই চক্রের ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিরপুর সার্কেল) আজমল হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চড় ঘোস্তা এলাকার ট্রাক চালক লিটন ব্যাপারী (২০), বরিশাল জেলার আগুন ঝরা উপজেলার চেঙ্গগুটিয়া এলাকার ওয়াহিদ আলম (৩৮), মাগুরা সদর উপজেলার রাওতলা এলাকার সাইদুল ইসলাম (৩৫), পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার চর কারিগর এলাকার শুকনাল ওরফে শুকুর আলী (২৫), বাবুলচারা এলাকার আরাফাত হোসেন (১৯), বাশের বাঁধা এলাকার ইমন প্রামানিক (১৯), নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার মাসকা পশ্চিমপাড়া এলাকার ওসমান গণি (৩০)।
কুষ্টিয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমল হোসেন জানান, গত ৩১ জানুয়ারি, ২০২১ তারিখ রাত সাড়ে তিনটার সময় পাবনা থেকে ছেড়ে আসা একটি ডিমবাহী শ্যালো ইঞ্জিন চালিত আগলামন কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নয় মাইল এলাকা থেকে ছিনতাই হয়। এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে মিরপুর থানায় পেনাল কোর্ডের ৩৯২ ধারায় একটি মামলা দায়ের করেন। যার নম্বর- ২৮, তারিখঃ ৩১/০১/২০২১।
এঘটনায় মিরপুর থানা পুলিশ লালন শাহ সেতুর টোল প্লাজার সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে ট্রাকের ড্রাইভার লিটন ব্যপারীকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্য মতে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ঐ চক্রের মোট ৭জনকে গ্রেফতার করা হয়। সেই সাথে বাঁকিদের গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে। তিনি আরও বলেন, ময়মনসিং জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার গলগন্ড গ্রামের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে থেকে ছিনতাই হওয়া গাড়ীটি উদ্ধার করা হয়েছে। ঐ চক্রটি দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় এ ধরনের অপরাধ করে আসছিলো। মঙ্গলবার বিকেলে তাদের আদালতে সোপর্দ্ধ করা হবে। আসামীদের মধ্যে ১জন স্বীকারোক্তিমুলক জবানবন্দী দেওয়ার কথা রয়েছে বলেও জানায় পুলিশের এই কর্মকর্তা।
পাঠ্যবইয়ে জামায়াত, দ্রুত প্রত্যাহারের আহবান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির
Leave a Reply