দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমের ৬ জেলায় ৩লাখ ৫৩হাজার ৭শ’৮০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে চলতি মৌসুমে ইরি-বোরোর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫লাখ ৪৯হাজার ৯শ’৮৩ মেট্রিক টন চাল। বর্তমানে কৃষকরা জমিতে ধানের চারা লাগানোর এবং পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে কৃষক ও কৃষি কর্মকর্তারা জানিয়েছেন। গতবছর ধান ও চালের দাম ভালো পাওয়ায় অনেক প্রান্তিক ও বর্গাচাষি এবছর ইরি-বোরো চাষে ঝুঁকে পড়েছেন বলে আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলা হচ্ছে-যশোর, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর ।
যশোর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৬ জেলায় মোট ৩লাখ ৫৩হাজার ৭শ’৮০ হেক্টর জমিতে ইরি-বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে যশোর জেলায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১লাখ ৫৫হাজার হেক্টর জমিতে,ঝিনাইদহে ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৭হাজার ৪শ’৪০ হেক্টর জমিতে, মাগুরায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭হাজার ৩শ’৮৫ হেক্টর জমিতে, কুষ্টিয়ায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৩হাজার ২শ’৮০ হেক্টর জমিতে, চুয়াডাঙ্গায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১হাজার ৭শ’২৫ হেক্টর জমিতে এবং মেহেরপুর জেলায় ইরি-বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৮হাজার ৯শ’৫০ হেক্টর জমিতে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব এলাকায় মাঠের পর মাঠ জুড়ে ইরি-বোরো ধানের চারা লাগানোর এবং তা পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা।
এ অঞ্চলের জেলাগুলোতে ইরি-বোরোর চাষ দিন দিন বাড়ছে বলে কর্মকর্তারা জানান।
Leave a Reply