October 30, 2024, 8:03 pm
দৈনিক কুষ্টিয়া ডেস্ক/
ঐতিহাসিক ৭ মার্চে পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছে। এই বিষয়ে জাতীয় পতাকা বিধিমালা-১৯৭২ সংশোধন করে সোমবার (১৫ ফেব্রুয়ারি) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট জারি হয়েছে।
বিদ্যমান পতাকা বিধিমালায় মহানবীর জন্ম দিবস (ঈদ ই মিলাদুন্নবি), স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও সরকার প্রজ্ঞাপিত অন্য যেকোনও দিবসে বাংলাদেশের সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের প্রাঙ্গণে এবং কনসুলার কেন্দ্রগুলোয় জাতীয় পতাকা উত্তোলন করা বাধ্যতামূলকের বিষয়টি ছিল। সংশোধিত বিধিতে মহানবীর জন্ম দিবসের পর ৭ই মার্চ ঐতিহাসিক ৭ মার্চ ডে (ইংরেজিতে) যুক্ত করা হয়েছে।
পতাকা বিধিমালা অনুসারে এই দিনগুলো ছাড়াও ২১ ফেব্রুয়ারিতে শহীদ দিবস এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বা সরকার প্রজ্ঞাপিত অন্যান্য দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিধান রয়েছে।
মুক্তিযুদ্ধের আগে ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দেন। ওই ভাষণে তিনি যুদ্ধের প্রস্তুতিসহ স্বাধীনতার ডাক দিয়েছিলেন।
Leave a Reply