দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার কুমারখালীর ভড়ুয়াপাড়া বাড়ীঘর পুড়িয়ে দেয়ার ঘটনায় মঙ্গলবার থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার রাতে গ্রামের আইয়ুব মোল্লা ও তার ভাই তরুন মোল্লার বাড়ীঘর আগুনে পুড়িয়ে দেয়া হয়। টিনের অন্যঘর কুপিয়ে ক্ষতিসাধন করা হয়।
এলাকাবাসীরা জানান, গত ২৫ জানুয়ারি আমিরুল ইসলাম সবুরের মরদেহ সরিষা খেতে পাওয়া যায়। তার বড় ছেলে মাসুদ রানা বাদী হয়ে ২১ জনের নামে হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আইয়ুব মোল্লাও আসামী। এ ঘটনার পর থেকে গ্রামে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখেছি। আগুনে পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। নম্বর ১১, তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২১।
ওসি বলেন, প্রতিপক্ষের একটি হত্যা মামলা রয়েছে। সব মিলিয়ে তদন্ত চলছে। এলাকায় পুলিশের টহল রাখা হয়েছে।
Leave a Reply