December 22, 2024, 8:45 pm
আব্দুল আলিম, ভেড়ামারা/ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন’২১ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আনন্দঘন পরিবেশে শত শত মানুষের দৌড়ের প্রতিযোগিতায় রেজিষ্ট্রেশন ছাড়াও অসংখ্য প্রতিযোগি অংশগ্রহন করেন। উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু, পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, ভেড়ামারা কলেজের অধ্যক্ষ খলিল উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিটু, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনছার আলী, ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর হোসেন জুয়েল, রেল বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আবু দাউদ, পৌর কাউন্সিলর সোলাইমান প্রমুখ।
Leave a Reply