October 30, 2024, 8:04 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/
কুষ্টিয়ার দৌলতপুরের সাংবাদিক জাহাঙ্গীর আলম। শনিবার সকাল ১০টায় মহিষকুন্ডি বাজার জামে মসজিদ আঙিনায় নামাজে জানাযা শেষে দৌলতপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য প্রবীন সাংবাদিক জাহাঙ্গীর আলমকে মহিষকুন্ডি ডাকপাড়া কবরস্থানে সমাহিত করা হয়।
সাংবাদিক জাহাঙ্গীর আলমের নামাজে জানাযা ও দাফনে অংশ নিয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক এমপি ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ, সাবেক এমপি রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, আওয়ামী লীগ নেতা টিপু নেওয়াজ, দৌলতপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, মরহুমের বড়ভাই শহিদুল ইসলাম হালসান, সাংবাদিক খন্দকার জালাল উদ্দিন, আশরাফুল ইসলাম ও মরহুমের ছেলে আব্দুল হালিম হৃদয়। এসময় দৌলতপুর প্রেস ক্লাবের সকল সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সুধীজন ও সাংবাদিক সহ কয়েক হাজার মুসল্লি অংশ নেয়।
এরআগে জাহাঙ্গীর আলমের মরদেহ কলকাতা থেকে শুক্রবার রাত পৌনে ১০টায় মহিষকুন্ডি গ্রামের নিজ বাড়িতে পৌঁছায়। লিভার ক্যান্সারে আক্রান্ত সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গত ৫ ফেব্রুয়ারী উন্নত চিকিৎসার জন্য ভারতের কলকাতায় নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখানকার ডাক্তারদের পরামর্শে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে বাংলাদেশে ফেরত আনার পথে বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় তিনি ভারতে মারা যান।
Leave a Reply