December 22, 2024, 8:15 pm
আব্দুল আলিম, ভেড়ামারা/
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জয়রামপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় রিশান (১৩) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিশান মিরপুর উপজেলার কাকিলাদহ গ্রামের মৃত কামরুল ইসলামের ছেলে। সে জয়রামপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, গত বছর বাবার মৃত্যুর পর রিশান জয়রামপুর গ্রামে তার নানা মৃত আহমদ আলীর বাড়ি থেকে লেখাপড়া করত। কুষ্টিয়া-প্রাগপুর সড়কের জয়রামপুর বটতলা নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই সে মারা যায়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, ওই সড়কটি মেরামতের কাজ চলছে। সড়কে রাখা মেরামতের কাজে ব্যবহৃত পাথরের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
Leave a Reply