প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২১, ৭:৫০ এ.এম
নার্স নয়, করোনার টিকা দিলেন উপজেলা চেয়ারম্যান
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদরসহ অন্যান্য উপজেলায় প্রশিক্ষিত নার্স ও স্বাস্থ্যকর্মীরা টিকা প্রদান করলেও জেলার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান নিজে টিকা প্রদান করে এই কার্যক্ষমের উদ্বোধন করেছেন। উপজেলা চেয়ারম্যানের টিকা প্রদানের কয়েকটি ছবি ও একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকেল থেকে ভাইরাল হতে থাকে। উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল ১১টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা টিকা দেওয়া উদ্বোধন করেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জজ। এসময় সেখানে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়, উপজেলা চেয়ারম্যান সিরিঞ্জ হাতে নিয়ে তিনজনের শরীরে টিকা দিচ্ছেন। পাশে নার্স ও চিকিৎসকেরা তা দাঁড়িয়ে দেখছিলেন। তিনজনকে উপজেলা পরিষদ চেয়ারম্যানের টিকা দেওয়ার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা সৃষ্টি হয়।
টিকা নেওয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী জানান, টিকা নেওয়ার আগ মূহুর্তে আমি যতটুকু দেখেছি একজন নার্স টিকা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। টিকা আমার গায়ে পুশ করার আগ মূহুর্তে আমি অন্যদিকে তাকিয়ে ছিলাম। পরবর্তীতে ছবিতে দেখি উপজেলা চেয়ারম্যান সিরিঞ্জ হাতে টিকা পুশ করছেন।
তবে কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকুল উদ্দিনের দাবি ঐ সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না। তার অনুপস্থিতিতে এই ঘটনা ঘটেছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, আমি এই ঘটনার ভিডিও দেখার পর উপজেলা চেয়ারম্যানের সাথে কথা বলেছি। তিনি আমাকে বলছেন তিনি ফটোসেশনের জন্য তিনি এটি করেছেন। সিভিল সার্জন জানান, তিনি এটা করতে পারেন না। তবে উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খানের সাথে যোগাযোগ করা যায়নি।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি