December 23, 2024, 1:47 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ায় ৫ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। বিকেল সাড়ে ৩টায় কুষ্টিয়া শেখ কামাল স্টেডিয়ামে ম্যারাথনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুবউল আলম হানিফ। ম্যারাথনটি মজমপুর গেট হয়ে এন এস রোড দিয়ে মোহিনী মিল মাঠে গিয়ে শেষ হয়। স্মার্ট ফোনে অ্যাপ বা ওয়েবে রেজিস্ট্রেশন করে শত শত মানুষ এতে অংশ নেন। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে কুষ্টিয়া জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা ম্যারাথন বাস্তযায়নে সহায়তা করে। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এস এম কাদেরী সবু বলেন, ম্যারাথন সফল করতে সংস্থার ৪৮টি ক্লাব কাজ করেছে।
ম্যারাথনে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। রাস্তার দুপাশে দাড়িয়ে তাদের অভিবাদন জানান মানুষ।
Leave a Reply