October 30, 2024, 7:32 am
দৈনিক কুষ্টিয়া স্পোর্টস ডেস্ক/
হাল ছেড়ে দিচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। এখনও একদিন। জয়ের কোনো সুযোগ সামনে এলেই সেটি কাজে লাগানোর চেষ্টায় থাকবে ক্যারিবীয়রা, এ কথা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের মিডল অর্ডার ব্যাটসম্যান জার্মেই ব্ল্যাকউড।
তিনি বলেন, ‘আমাদের এখন ঘণ্টা ধরে এগুতে হবে, সেশন বাই সেশন ভাবতে হবে। মূলত নিজের ওপর আত্মবিশ্বাস থাকার কারণেই ভালো করতে পেরেছেন, মনে করেন ২৯ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যান, ‘আপনাকে খেলোয়াড় হিসেবে আত্মবিশ্বাসী থাকতে হবে। প্রস্তুতি ম্যাচে আমি রান পাইনি। তবু মানসিক দিক থেকে শক্ত থাকতে হবে। আমি জানি, প্রস্তুতি ম্যাচে আমি ভালো নই। তবে যখনই টেস্ট ক্রিকেট শুরু হয়, আমি শতভাগ প্রস্তুত।’
তবে বাংলাদেশে এসে মানিয়ে নেয়াটা সহজ ছিল না, জানিয়ে ব্ল্যাকউড বলেন, ‘আমরা ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে খেলে এসেছি, সেই দুই দেশে কন্ডিশন প্রায় কাছাকাছি। সেখানে বল বাউন্স করছিল, মুভমেন্ট ছিল, স্পিন খুব একটা ছিল না। কিন্তু এখানে (বাংলাদেশ) আমরা আগেই জানতাম যে, অনেক বেশি স্পিনের মোকাবিলা করতে হবে। বল অনেক স্পিন হচ্ছে এবং নিচু হয়ে আসছে। তাই আমাদের ফ্রন্ট ফুটে ভর করে, যতটা দেরিতে পারা যায় খেলতে হবে।’
Leave a Reply