December 23, 2024, 6:22 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার সাংস্কৃতিক অঙ্গনের অতি পরিচিত মুখ ছড়াশিল্পী প্রয়াত নাসের মাহমুদের স্মরণ সভায় বক্তারা বলেছেন কিছু মানুষের নিজ কাজই তাকে অমর করে, মানুষের মাঝে বাঁচিয়ে রাখে, মানুষ ভুলতে পারে না কোনক্রমেই। কারন এসব কাজ মানুষের চারপাশ, অন্তর জুড়ে থাকে।
সন্ধ্যায় কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন এই কুস্টিয়ার মাটিতেই তার সাহিত্য চর্চার বেশীর ভাগ সময় তিনি কুষ্টিয়াতে ব্যয় করেছেন। তার লেখালেখির সিংহভাগ এখানেই। এখান থেকেই তিনি দেশ বিদেশে খ্যাতি অর্জন করেন। তারা বলেন কুষ্টিয়ার মানুষের সাথে তার নিবিড় সর্ম্পক ছিল। এখানকার মানুষ তাকে কখনোই ভুলবে না।
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রিয় পরিচালনা পরিষদের সদস্য কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মতিউর রহমান লাল্টুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড.মামুন, ইসলামী বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডীন ড. সরোয়ার মুর্শেদ রতন, বিশিষ্ট লেখক ও গবেষক, দৈনিক কুষ্টিয়া ও দি কুষ্টিয়া টাইমসের সম্পাদক ও প্রকামক ড.আমানুর আমান, কুষ্টিয়া শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম। শুভে”ছা বক্তব্য দেন বিশিষ্ট লেখক কলামিষ্ট আহসান নবাব। বক্তব্য রাখেন নাসের মাহমুদের সহধর্মীনি, ভাই মোঃ মামুন, কথা সাহিত্যিক ডাঃ মুছাদ্দেক হোসেন, কবি হাসান মুস্তফা, কবি আক্তারুজ্জামান চিরু, কবি সোহেল আমিন বাবু, কবি বাবলু জোয়ার্দার, ছড়াকার বিপুল বিশ্বাস, কবি কনক চৌধুরী, কবি লিটন আব্বাস, খলিলুর রহমান মজু, ওয়াকিল মুজাহিদ, খোকন সিরাজুল ইসলামসহ জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও ছড়াশিল্পিবৃন্দ।
Leave a Reply