প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২১, ৬:৫৪ পি.এম
কুমারখালীর ছেঁউড়িয়া থেকে যুবকের মরদেহ উদ্ধার
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, কুমারখালী/
কুমারখালীর চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া রেললাইনের পাশে থেকে নিখোঁজের দু' দিন পর মো. কোহিনুর (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে দিকে ছেঁউড়িয়া দবির মোল্লা রেললাইনের পাশে থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মর্গে পাঠানো হয়েছে।
কুমারখালী উপজেলার ছেঁড়ড়িয়া মোল্লা পাড়ার গাফফারের ছেলে কোহিনুর।
কোহিনুর পরিবারের থেকে জানান, গত বুধবার বিকেলে বাসা থেকে বের হওয়ার পর থেকে কোহিনুর নিখোঁজ ছিলেন। অনেক খুঁজেও কোন সন্ধান পাওয়া যায়নি।
পুলিশ জানায়, (৫) ফেব্রুয়ারি দুপুরে ছেঁড়িউয়া দবির মোল্লা রেললাইনের পাশে থেকে কোহিনুরের লাশ উদ্ধার করা হয়। তাঁর পাশে থেকে নেশা জাতীয় দ্রব্য ব্যবহার জিনিস পাওয়া যায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে নেশার কারণে মৃত্যু হতে পারে। কারণ মরদেহের পাশে নেশাদ্রব্য পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি