December 23, 2024, 1:45 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় শালদহের মহানগর টেকে গড়াই নদী খনন প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। এসময় তিনি বলেন, দুর্নীতিমুক্ত কাজ যাতে হয় সেজন্যই এসেছি দেখতে।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের প্রশ্ন বাংলাদেশের কোথায় দুর্নীতি হয় না? সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সারাক্ষণ যদি দোষ খুঁজে বেড়ান তাহলে দোষ হতেই থাকবে। সব জায়গায় দুর্নীতি আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। দুর্নীতিটা অ্যাডিকশনের মতো হয়েছে।’
মন্ত্রী যাতে সহজে নদীর ভেতরে যেতে পারেন সেজন্য বালুর বস্তা ফেলে রাস্তা তৈরি করে দেয়া হয়।
গড়াই নদী খনন এবং এর পাড় সংরক্ষণ প্রকল্পের আওতায় প্রায় ৬শ’ কোটি টাকার কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। এবছর কাজের তৃতীয় এবং শেষ বছর। এই কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন কুষ্টিয়ার সচেতন নাগরিকরা। এর আগে মানববন্ধনও করেছে বিভিন্ন সংগঠন। কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটির সভাপতি রফিকুল আলম টুকু বলেন, খননের এতো টাকার কাজ হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয় না। সব টাকাই জলে যাচ্ছে। নদী যেমন ছিলো তেমনি রয়ে গেছে, বরং আরো ভরাট হয়েছে।
এসব বিষয়ে প্রতিমন্ত্রী জাহিদ ফারুককে প্রশ্ন করলে তিনি বলেন, আপনারা যদি আগেই দোষ খোঁজ করেন তাহলে আমরা কোথায় যাবো? পজিটিভ রিপোর্ট দেয়ার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন তিনি। বলেন, পজিটিভ রিপোর্ট দিয়ে যদি উৎসাহিত না করেন তাহলে কীভাবে কাজ করবো। তিনি বলেন, আপনারা আমাদের সহযোগিতা করেন তাহলে আমার দুর্নীতি নির্মূল করতে পারবো।
Leave a Reply