প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২১, ৭:৪৫ পি.এম
মিরপুরে দ্বৈত ভোটার হতে চাওয়া যুবক আটক
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে তথ্য গোপন করে দ্বৈত ভোটার হতে চাওয়া মিলন হোসেন (২৪)কে আটক করেছে পুলিশ। আটককৃত মিলন হোসেন উপজেলার ছাতিয়ান ইউনিয়নের পয়ারী গ্রামের ফজলুল হকের ছেলে।
বুধবার সকালে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে রিভাইজিং অথরিটির শুনানীতে নতুন ভোটার হিসেবে অন্তরভূক্তির শুনানী অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাইকালে তিনি ইতোপূর্বে ভোটার হননি এই মর্মে একটি অঙ্গীকারনামাও দাখিল করেন। রিভাইজিং অথরিটি কর্তৃক আবেদনটি গৃহিত হলে তিনি নতুন ভোটার হিসেবে ছবি তোলেন। পরে বিষয়টি সন্দেহ হলে সার্ভারে পুনঃযাচাইকালে তিনি দ্বৈত ভোটার বলে প্রমাণিত হন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা দোলন কান্তি চক্রবর্তী ভোটার তালিকা আইনে মিরপুর থানায় একটি মামলা দায়ের করেন। সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি