দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, পান্টি/
কুষ্টিয়ার কুমারখালী থানার পান্টি ইউনিয়নের খাগরবাড়িয়া গ্রামের এক ভ্যানচালকের বাড়ির চারটি ঘর পুড়ে গেছে। গ্রামের জিকে খাল সংলগ্ন মোঃ কাসেম আলী (৬৫) এর বাড়িতে আগুন লাগে।
এর ফলে তার ২টি থাকার ঘর, ১টি ৪ চালা, অপরটি ২ চালা, ১ টি গোয়াল ঘর ও একটি রান্নাঘর এবং ঘরের আসবাপত্র পুড়ে ছাই হয়ে যায়। সমস্ত কিছু পুড়ে ছাই হওয়া সত্বেও ১ টি কোরআন শরীফ অক্ষত অবস্থায় পাওয়া যায়। খবর পাওয়া মাত্র পান্টি পুলিশ ফাড়ির কর্তব্যরত এস.আই মোঃ আব্দুল মালেক এবং এ.এস.আই মোঃ কবির ঘটনার স্থানে যান। তারা আগুন নেভানোর কাজে সাহায্য করেন। পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ জাহিদ তার টিম নিয়ে ৩০ কিলোমিটার দূর থেকে আসেন। মোঃ কাসেম আলী ও তার স্ত্রীর অসহায় অবস্থা বিবেচনা করে পান্টি ফাড়ির এস.আই মোঃ আব্দুল মালেক ও এ.এস.আই মোঃ কবির এক হাজার টাকা খাবারের জন্য প্রদান করেন। মোঃ কাসেম আলীর ভ্যান ২ দিন আগে চুরি হয়ে যাওয়ায় সে এখন শুন্য রিক্ত অসহায়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি