দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়া সদরের হরিপুর বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধে দুই কিশোর ছুরিকাঘাতে আহত হয়েছে। এ ঘটনায় আঘাতকারী এক কিশোরকে স্থানীয়রা ধরে পুলিশে দিয়েছে। ঘটনার পর পুলিশ ব্যাপক তৎপরতা দেখিয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চালানোর কথা বলেছে মডেল থানা পুলিশ।
হরিপুর বাজারের দোকানীরা জানান, মঙ্গলবার সকাল ১১ টার সময় দুই কিশোরকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে অপর একদল কিশোর। মোটরসাইকেলে রাস্তা পারাপারকে কেন্দ্র করে হরিপুর ৩ নং ওয়ার্ডের ইলেকটিক মিস্ত্রি আব্দুল কুদ্দুসের ছেলে তামিম ইসলাম জয় ( ১৯) এর সঙ্গে হরিপুর ৮ নং ওয়ার্ডের শালদাহ গ্রামের আকাশ ( ১৭) ও ইমন ( ১৮) এর মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তামিম ইসলাম জয় ও তার বন্ধু সাগরকে মারধর করে তারা। এর জের ধরে মঙ্গলবার সকাল ১১ টায় হরিপুর বাজারে ইমন ও আকাশকে ছুরি দিয়ে আঘাত করে আহত করে প্রতিপক্ষ।
পরে স্থানীয় দোকানীরা তামিম ইসলাম জয়কে ধরে পুলিশে দেয়। আর আহতদের উদ্ধার করে অটোরিক্সায় করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
Leave a Reply