হুমায়ুন কবির, খোকসা/
৩১ জানুয়ারি সকাল ১০ টায় কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদে ভিজিডি কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থবছরের নতুন উপকারভোগীদের মধ্যে ভিজিডি কার্ড, বাই সাইকেল, সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও ৭৮ কুষ্টিয়া-৪ খোকসা,কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ (এমপি)।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খোকসা উপজেলা আওয়ামীলীগের সন্মানিত সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল আখতার।
বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দিন, খোকসা থানা অফিসার ইন চার্জ মো: কামরুজ্জামান তালুকদার, খোকসা উপজেলা সমাজসেবা অফিসার শারমীন আকতার যুথী, খোকসা উপজেলা আওয়ামীলীগের সন্মানিত যুগ্নসাধারন সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত, কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য মোজাহিদুল ইসলাম বাবলু, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, খোকসা উপজেলা আওয়ামীলীগের প্রবীণ নেতা সাহেব আলীসহ খোকসা উপজেলা আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
Leave a Reply