৩০ জানুয়ারি বিকাল সাড়ে ৫ টায় কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন মহিষাডারা গ্রাম থেকে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব।
গ্রামের বাঁশ বাগানের ভিতর একদল মাদক ব্যবসায়ী অস্ত্র এবং মাদক কেনাবেচা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে র্যাব। দেশীয় তৈরী ওয়ান শুটার গান-০১ টি, কার্তুজ -০৫রাউন্ড, হাসুয়া-০১টি, মোবাইল ফোন-০২টি, সীমকার্ড-০৪টি ও ফেন্সিডিল-৮২ সহ আসামী মোঃ শামসুল ইসলাম (৩৯) ও মোঃ সুমন আলী (৩৪) কে গ্রেফতার করে। তাদর বাড়ি মহিষাডারা গ্রামেই।
কুষ্টিয়া র্যাব এর কোম্পানী কমান্ডার মেজর গাফফারুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে ২টি পৃথক পৃথক (একটি অস্ত্র এবং একটি মাদক) মামলা দায়ের করে ভেড়ামারা থানায় সোপর্দ করা হয়েছে।
Leave a Reply