December 22, 2024, 5:34 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ কুষ্টিয়ার সদ্য গঠিত নাগরিক কমিটিকে স্বাধীন ও নিরপেক্ষভাবে কুষ্টিয়ার উন্নয়নে ভুমিকা পালনের আহবান জানিয়েছেন।
সদ্য গঠিত কুষ্টিয়া নাগরিক কমিটির কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ শনিবার সন্ধ্যায় তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ কথা বলেন। এদিনে বিকেলে নাগরিক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয় দিশা টাওয়ারের সম্মেলন কক্ষে। সভা শেষে কমিটির নেতৃবৃন্দ মাহবুবউল আলম হানিফের সাথে সাক্ষাত করেন।
মাহবুবউল আলম হানিফ বলেন কুষ্টিয়া বৃটিশ আমলে প্রতিষ্ঠিত একটি পুরাতন জেলা হলেও এখানে কাঙ্খিত উন্নয়ন হয়নি। এই পিছিয়ে পড়া জেলাকে কিভাবে তার কাঙ্খিত উন্নয়ন লক্ষ্যে পৌছে দেয়া যায় সেটা নিয়ে গবেষণা লব্ধ পরিকল্পনা প্রয়োজন। এই নাগরিক কমিটিতে যে সকল ব্যক্তিবর্গ রয়েছেন তাদের দিয়ে এটা সম্ভব বলে তিনি মনে করেন।
তিনি বলেন তবে সবথেকে বড় কথা এই কাজ করতে হবে অত্যন্ত স্বাধীনভাবে ও নিরপেক্ষতার সাথে। যাতে করে সকল শ্রেণী পেশার মানুষ এর সুফল ভোগ করতে পারে।
নাগরিক কমিটির সভাপতি বিশিষ্ট সার্জন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বিএমএ কুষ্টিয়ার সভাপতি ও বিএমডিসির কাউন্সিলর প্রফেসর ডাঃ এসএম মুসতানজিদ ও সাধারণ সম্পাদক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও আইন বিভাগের প্রফেসর ড. মোঃ সেলিম তোহার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি হিসেবে ঢাকা হেলথ্ কেয়ারের সিইও হালিমুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক, কুষ্টিয়া সনো ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের নির্বাহী পরিচালক সামসুল ওয়াসে এবং ট্রেজারার হিসেবে দিশা’র নির্বাহী পরিচালক মোঃ রবিউল ইসলাম, নাম ঘোষণা করা হয়েছে। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক প্রফেসর প্রফেসর ড. সরওয়ার মোর্শেদ, কুষ্টিয়া সরকারী কলেজের অধ্যক্ষ কাজী মনজুর কাদির, দৈনিক বাংলাদেশ বার্তা’র সম্পাদক আবদুর রশিদ চৌধুরী, ঢাকা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক বশির আহমেদ, ঢাকা আরমা গ্রæপের চেয়ারম্যার মোঃ আব্দুর রাজ্জাক, দেশ এগ্রো’র নির্বাহী পরিচালক মোঃ আব্দুল খালেক, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজের সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল, কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী এ্যাডভোকেট মীর ছানোয়ার হোসেন ও এ্যাডভোকেট সুধীর কুমার শর্মা, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ সালেক মাসুদ, আমিন ফার্মেসীর স্বত্বাধিকারী শাহ্ নিয়াজ আনসারী মঞ্জু, বিশিষ্ট লেখক, গবেষক সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার চেয়ারম্যান ড. আমানুর আমান, ঢাকা গাজিপুর মীক সুয়েটার এন্ড ফ্যাসান লিঃ ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান, কুষ্টিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষক আসমা আখতার বানু, বর্ষা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহা সন্টু।
কার্যকরী পর্ষদের সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।
Leave a Reply