দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সামাজিক সংগঠন ইয়ুথ পাওয়ার কমিউনিটি কুষ্টিয়ায় ২য় পর্বের শীত বস্ত্র বিতরণ করেছে। কুষ্টিয়ার কুমারখালীর পান্টি, করববাড়ি ও শেরপুর গ্রামে অসহায়, দারিদ্র, সুবিধাবঞ্চিত নারী পুরুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
"মানবতার জিৎ,,,হার মানবে শীত" এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২৭ তারিখ ১ম পর্ব শহরের বিভিন্ন জায়গায় ও ২য় পর্ব শনিবার গ্রামগুলোতে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়েছিল।
ইয়ুথ পাওয়ার কমিউনিটি এর "একটু উষ্ণ করি" প্রকল্পের আওতায় প্রায় দুই শতাধিক শীতার্তদের মধ্যে এসব শীতবস্ত্র ১ম পর্ব ও ২য় পর্বের বিতরণ মধ্য দিয়ে শেষ হয়।
২য় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্টি সরকারি ডিগ্রি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো:মাসুদ মিয়া।
সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহারিয়ার আল নাফিজ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইয়ুথ পাওয়ার কমিউনিটির সহ-সভাপতি শাহরিয়ার নাফিজ,সাধারণ সম্পাদক ফয়সাল আরিফিন জারিফ, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আহাদ,সাংগাঠনিক সম্পাদক প্রিয়া,উম্মে সুরাইয়া রুসা,
সংগঠনের উপদেষ্টা আসিফ মর্তবা, সদস্য বিপ্লব, প্রিয়া, নাজমুস সাকিব, নাফিজ, নেহা সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি