দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
নানা প্রতিকুলতা কাটিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে পিঁয়াজ চাষে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ২৯০ হেক্টির বেশি জমিতে চারা রোপন হয়েছে।
উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে, উপজেলায় গত বছর পিঁয়াজের লক্ষ্যমাত্রা ছিল ৪ হাজার ৯৭৫ হেক্টর এবং চাষ হয়েছিল ৫ হাজার ৫৫ হেক্টর। এবছর লক্ষ্যমাত্রা রয়েছে ৪ হাজার ৯৭৫ হেক্টর। চাষ হয়েছে ৫ হাজার ২৬৫ হেক্টর। লক্ষ্যমাত্রার চেয়ে ২৯০ হেক্টর বেশি।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবাশীষ কুমার দাস পিঁয়াজের বাজার দর ভাল থাকায় নানা প্রতিকুলতা কাটিয়ে এবছরও পিঁয়াজের চাষ করেছে কৃষকরা।
কৃষকসহ বিভিন্ন সূত্র জানায় এবার পিয়াঁজ বীজ নিয়ে এবারও কৃষকরা বিপাকে ছিল। মৌসুমে এই বীজের কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশী মুনাফা করে এক শ্রেণীর ডিলার যার কারনে কৃষকদের ভোগান্তিতে পড়তে হয়। জানা যায় কৃষকদের পিঁয়াজের বীজ গেল গত কছর খোলা বাজারে ৩/৪ হাজার এবং অফিসের বীজ ৫/৬ হাজার টাকায় বিক্রি হলেও এবছর তা বেড়ে বিক্রি হয়েছে ৬ থেকে ১২ হাজার টাকা।কোথাও ২০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়েছে।এছাড়াও পিঁয়াজের চারা গেল বছর ১৫ থেকে ২০ টাকা হলেও এবার বিক্রি হচ্ছে ১১৫ থেকে ২৮০ টাকা।
উপজেলার যদুবায়রার পিয়াজ চাষী ভুবন আলী জানান মৌসুমে সঠিক দাম পেলেই কৃষক খুশী।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দেবাশীষ কুমার দাস জানান এবার আশা করা যায় কৃষকরা পেয়াজের দাম পাবে।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি