January 3, 2025, 10:42 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/
কুষ্টিয়ার দৌলতপুরের দৌলতপুরের রিফাইতপুর হাইস্কুলের দ্বিতল ভবনের মূল্য মাত্র ৬৫ হাজার টাকা নির্ধারিত হয়েছে। সিন্ডিকেটের মাধ্যমে মাত্র ৬৫ হাজার টাকায় নিলাম ডাকে বিক্রয় হয়েছে রিফাইতপুর হাইস্কুলের দ্বিতল ভবন। সংশ্লিষ্ট দপ্তর ও প্রশাসনকে না জানিয়ে নিজেরা লোক দেখানো সিন্ডিকেটের মাধ্যমে নিলাম ডাকে মাত্র ৬৫ হাজার টাকায় দ্বিতল বৃহৎ ভবন বিক্রয় করায় স্থানীয় সুধীজন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, উপজেলার রিফাইতপুর হাইস্কুলে নতুন ভবন নির্মিত হবে। তাই পুরাতন ভবনটি ভেঙে সেখানে নতুন ভবন নির্মান ও পুরাতন ভবনটি বিক্রয়ের সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী স্কুলের ম্যানেজিং কমিটি স্কুল ভবনটি নিলাম ডাকের মাধ্যমে বিক্রয়ের সিদ্ধান্ত নেয় এবং তাদের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নিজেরই ১৫ সদস্যের নিলাম ডাকের একটি সিন্ডিকেট গঠন করে। রিফাইতপুর হাইস্কুলের পুরাতন দুইতলা ভবন বিক্রয়ের জন্য কমিটির বেঁধে দেওয়া সর্বচ্চ ৫০ হাজার টাকা নির্ধারণ করে দেয় রিফাইতপুর হাইস্কুল ম্যানেজিং কমিটির লোকজন। নিয়ম বা পরিপত্র অনুযায়ী পত্রিকায় নিলাম বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও তা না করে পরিকল্পনা অনুযায়ী সিন্ডিকেটের ১৫জন নিজস্ব লোকজনকে দিয়ে নিলাম ডাকে অংশ নিতে বলা হয়। রিফাইতপুর হাইস্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক আলম পান্না ও প্রধান শিক্ষক মোছা. হোসনে আরা সহ হাইস্কুলের অন্যান্য শিক্ষকদের উপস্থিতিতে গত সোমবার স্কুল ভবনের সামনে নিলাম ডাক হয়। এসময় নিজেরাই লোক দেখানো নিলাম ডাক দিয়ে মাত্র ৬৫ হাজার টাকায় দুইতলা বিশিষ্ট বৃহৎ ভবনের ডাক শেষ করে। যেখানে এক হাজার ইটের দাম ৭ হাজার টাকা, এক কেজি রডের দাম ৮০ টাকা সেখানে একটি দুইতলা বিশিষ্ট বৃহৎ ভবন বিক্রয় হচ্ছে মাত্র ৬৫ হাজার টাকায় যা সবার কাছে হাস্যকর মনে হয়েছে। তাই অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে সিন্ডিকেটের মাধ্যমে মাত্র ৬৫ হাজার টাকায় স্কুল ভবন নিলাম ডাকের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও কতৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সচেতন মহল ও এলাকাবাসী।
রিফাইতপুর হাইস্কুলের পুরাতন ভবনের নিলাম ডাকের বিষয়ে রিফাইতপুর হাইস্কুল প্রধান শিক্ষক মোছা. হোসনে আরা স্থানীয় এক গণমাধ্যম কর্মীকে বলেন, নিয়ম মেনে রিফাইতপুর হাইস্কুল ভবনের নিলাম ডাক অনুষ্ঠিত হয়েছে। এখানে কোন অনিয়ম হয়নি।
এবিষয়ে দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক বলেন, স্কুল ভবন নিলাম ডাকের বিষয়ে আমাদের সংশ্লিষ্টতা না থকলেও রিফাইতপুর হাইস্কুলের পুরাতন ভবনের নিলাম ডাক নিয়ম মেনে হয়নি। তিনি পরিপত্র ও নিয়ম মেনে পুনরায় স্কুলভবন নিলাম ডাকের কথা বলেন।
কোন সিন্ডিকেটের মাধ্যমে নিলাম ডাক না করে প্রকাশ্য সবলোকের অংশ গ্রহণে এবং আইন মেনে নিয়ম অনুযায়ী রিফাইতপুর হাইস্কুলের পুরাতন ভবনটি বিক্রয় করা হোক। এমনটাই দাবি এলাকাবাসী ও এলাকার সচেতন মহলের।
Leave a Reply