প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৯, ২০২১, ৭:২৭ পি.এম
কুষ্টিয়ার কুমারখালীতে সমাজসেবা কার্যালয়ের চেক ও শীতবস্ত্র বিতরণ
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, কুমারখালী/
কুষ্টিয়ার কুমারখালীতে সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ,স্ট্রোকে প্যারালাইজড ও থালাসেমিয়া রোগীদের চিকিৎসা সেবার অনুদানের চেক ও শীতার্ত প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৯ জানুয়ারি সকাল ১১টায় দিকে সমাজসেবা কার্যালয়ের সম্মুখে চেক ও কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. সামছুজ্জামান অরুন। সমাজসেবা কর্মকর্তা মোহম্মদ আলীর সার্বিক তত্বাবধানে এসময় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১১ জনকে ৫ লাখ ৫০ হাজার টাকা ও ১০০ জন প্রতিবন্ধী ও ২৫ জন তৃতীয় লিঙ্গদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি