দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট বায়েজিদ আক্কাস মারা গেছেন। কুষ্টিয়ার দৌলতপুরের সাবেক এমপি অ্যাডভোকেট আজিজুর রহমান আক্কাসের ছেলে বায়েজিদ আক্কাস কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি।
ঘাতক দালাল নির্মূল কমিটির কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক অসিত সিংহ রায় বলেন, বায়েজিদ আক্কাস সন্ধ্যা ৬টা ১০মিনিটে মারা যান। ডায়াবেটিক ও হুদরোগে আক্রান্ত বায়েজিদ সিএমএইচ-এ ভর্তি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন। মাঝে কিছুদিন যশোরে ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ শোক প্রকাশ করেছেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি