দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক, দৌলতপুর/
কুষ্টিয়ার দৌলতপুরে কাঠ পুড়ানোর দায়ে অবৈধ ৩ ইটভাটা মালিককে ১১ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ এসব ইটভাটা মালিকদের বিপুল অংকের এ অর্থ জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সরকারী ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন না মেনে কয়লার পরিবর্তে জ্বালানী হিসেবে কাঠ পুড়ানোর অভিযোগে দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সোনাইকান্দি গ্রামে নজরুল ইসলামের ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ইটভাটা মালিক নজরুল ইসলামকে ৫লক্ষ টাকা জরিমান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সবুজ হাসান। এরপর উপজেলার সদর ইউনিয়নের স্বরুপপুর গ্রামে আব্দুস সাত্তার ও তার ছোটভাই বজলুর রহমান কটার ইটভাটায় অভিযান চালিয়ে একই অপরাধে ৩ লক্ষ টাকা করে উভয় ইটভাটা মালিক আব্দুস সাত্তার ও বজলুর রহমানকে ৬ লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এছাড়াও ডাংমড়কা এলাকায় দৌলতপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল আলমের ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। তবে অভিযানের খবর পেয়ে দৌলতপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ইটভাটা মালিক জহুরুল আলম সহ ভাটার কর্মচারীরা পালিয়ে যায়। এসময় জহুরুল আলমের ইটভাটায় কাউকে না পেয়ে ফিরে যান ভ্রাম্যমান আদালতের অভিযানিক টিম। অভিযান চলাকালে দৌলতপুরের সকল ইটভাটা মালিককে সর্তক করা হয়। ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার সহ র্যাব সদস্য ও পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার পরিচালক উপস্থিত ছিলেন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি