December 22, 2024, 9:01 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
শৈতপ্রবাহের ঘন কুয়াশার কারণে দুই দফায় দীর্ঘ প্রায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
শনিবার দিবাগত মধ্যরাতে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। পরবর্তীতে রোববার ভোর পৌনে ৫টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।
কিন্তু সকাল ৭টার দিকে আবারও কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এরপর সকাল পৌনে ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বর্তমানে এরুটে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে। ফেরি চলাচল শুরু হওয়ায় সিরিয়ালে থাকা যানবাহনের চাপও দ্রুত কমে যাবে।
Leave a Reply