October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন বিএনপির লজ্জাজনকভাবে পরাজয় বরণ করেছে। আর এই পরাজয়ই করে জনগণ উন্নয়নের পক্ষে। তিনি পৌরসভার দ্বিতীয় ধাপের উৎসবমুখর ভোটে বিএনপির পরাজয় নিয়ে কথা বলতে যেয়ে এ কথা বলেন। তিনি বলেন জনগন শান্তি ও উন্নয়নের পক্ষে।
রবিবার কুষ্টিয়া সদর উপজেলা মিলনায়তনে গরীব দুঃস্থদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।
হানিফ বলেন বিএনপি আমালে সকল ধরনের সেফটি নেট কর্মসূচীতে অর্থ দেয়া বন্ধ করে দেয়া হয়। যেগুলো চালু রাখা হয় সেগুলোতে অর্থ কমিয়ে দেয়া হয়। এ বছরের অর্থ সে বছরে, সে বছরের অর্থ অন্য বছরে। অনেক ক্ষেত্রে কোন অর্থ না দিয়েই তা লুটপাট করে নেয় হয়। কিন্তু বর্তমান সরকার, শেখ হাসিনার সরকার শত শত সেফটি নেট কর্মসূচী চালু করে তা আরো বাড়ানো হচ্ছে। বর্তমানে ভাতার আওতায় প্রায় সব্বই লাখ মানুষ, দেশে সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হয়েছে – বিনামূল্যে দেওয়া হচ্ছে ৩০ ধরনের ওষুধ – ফলে মানুষের গড় আয়ু বেড়ে হয়েছে ৭২.৬ বছর। নির্বাচন ইস্যূ এনে হানিফ বলেন, বিএনপি বারবার বলে যে, দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জনগণ তাদের পক্ষে থাকবে। গতকাল পৌরসভার দ্বিতীয় ধাপের নির্বাচনে একেবারে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকল দলের অংশ গ্রহণের মধ্যদিয়ে এই নির্বাচন হয়েছে।
তার দাবি, এখানে ভোট দেওয়া নিয়ে বা নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কেউ কখনো কোনো অভিযোগ করতে পারেনি। অভিযোগ করার মতো কোনো ক্ষেত্রও ছিল না। এই উৎসবমুখর পরিবেশের ভোট দেশবাসী হয়তো অনেকদিন স্মরণ রাখবে।
আওয়ামী লীগের এই যুগ্ম-সাধারণ সম্পাদক বলেন, বাংলা প্রবাদ আছে- নাচতে না জানলে উঠান বাঁকা। বিএনপি নিজেরা ভোটে অংশ গ্রহণ করে বারবার হারছে। কুষ্টিয়ার পাঁচটি পৌরসভায় ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দুটিতে ইভিএম ছিল, বাকি তিনটিতে ব্যালটের মাধ্যমে হয়েছে। সেখানে বিএনপি কী পরিমাণ ভোট পেয়েছে?
‘এখানে বিএনপি লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। এর মধ্যদিয়ে প্রমাণিত হয় জনগণ দেশের উন্নয়ন ও শান্তির পক্ষে, যেটা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনা’ দাবি করেন তিনি।
হানিফ বলেন, ‘উনি (শেখ হাসিনা) প্রধানমন্ত্রী হিসেবে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে দেশের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে রেখেছেন, জনগণ সেটাই চায়। এই ভোটের ফলাফল শেখ হাসিনার প্রতি জনগণের আস্থার প্রতিফলন।’
কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভির আরাফাত প্রমুখ।
Leave a Reply