December 22, 2024, 2:34 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
১৬ জানুয়ারি সকাল ৮ থেকে কুষ্টিয়ার ৪টি পৌরসভায় ভোট গ্রহণ শুরু হবে। একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। কুষ্টিয়ার চার পৌরসভার মধ্যে কুমারখালীতে ভোট হবে ইভিএম-এ, বাকী তিনটিতে হবে ব্যালট পেপারে। সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন এবং প্রশাসন। নির্বাচন অনুষ্ঠানের সব উপকরণ কেন্দ্রে পাঠানো হয়েছে। তবে এবারই প্রথমবারের মতো সকালে পাঠানো হচ্ছে ব্যালট পেপার। রাতে ব্যালট কেটে ভরে রাখার আশঙ্কায় প্রার্থীরা এমন আবেদন জানিয়েছিলেন। এরই প্রেক্ষিতে নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে সকালে ব্যালট পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা লুৎফুন নাহার।
Leave a Reply