দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
সংঘর্ষের পর ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা পৌরসভার সহকারী রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুধু কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করা হয়েছে। মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ভোট হবে। পরবর্তীতে তফসিল ঘোষণা করে কাউন্সিলর পদে ভোট নেয়া হবে।
বুধবার রাতে শৈলকুপা পৌরসভা এলাকার কবিরপুরে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শওকত আলী ও আলমগীর খান বাবুর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নিহত হন শওকত আলীর ছোট ভাই লিয়াকত আলী বল্টু। আত্মগোপনে যাওয়ার পথে কুমার নদ থেকে আলমগীর খানের মরদেহ উদ্ধার করা হয়।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি