দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ-স্বতন্ত্র প্রার্থী-বিএনপির মধ্যে ত্রিমূখী লড়াইয়ের আভাস দিয়েছেন ভোটাররা। তবে, আওয়ামী লীগ প্রার্থীর প্রকাশ্যে ভোট দিতে বলার একটি ভিডিও ভাইরাল হওয়ায় সব আলোচনা এখন সেদিকেই। এ ব্যাপারে জানতে চাইলে মেয়র প্রার্থী এনামুল হক বলেন, ভোট শান্তিপূর্ণ হবে। মানুষ তাকেই ভোট দেবে। তিনি বলেন, ভোটারদের বলেছি প্রকাশ্যে দিলে দেবেন, আমার কোন আপত্ত্বি নেই। বাধ্য করে ভোট নেব না। তারা অগ্রিম ভোটটা দিতে পারলে খুশি হতো।
ভিডিও দেখার পর এ বিষয়ে কমিশনে লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আরিফুল হক। তিনি বলেন, মেয়র থাকাকালে অতীত কর্মকান্ডের জন্য আওয়ামী লীগের মেয়র প্রার্থীর জনপ্রিয়তা শুন্যের কোঠায়। তাই জোর করে ভোট নেওয়ার জন্য তিনি নেতাকর্মীদের নির্দেশ দিচ্ছেন। আইন লঙ্ঘন করায় তার বিরুদ্ধে মামলা হওয়া এবং অনৈতিক প্রচেষ্টার জন্য তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত।
বিএনপির মেয়র প্রার্থী রহমত আলী রব্বান বলেন, নৌকার প্রার্থী ওপেন ভোট মারার কথা বলছেন, এটা বন্ধ না হলে মানুষ ভোট দিতে আসবে না। ভোট সুষ্ঠু করার দাবী তাদের।
এ বিষয়ে রিটার্নিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস মেয়র প্রার্থী এনামুল হককে সতর্ক করেছেন।
এদিকে, শেষ মুহর্তে জমে উঠেছে কুষ্টিয়ার চার পৌরসভা নির্বাচনী এলাকা। পোষ্টার মাইকিং, পথসভা, নির্বাচনী সভা, দলে দলে ভোট চাওয়া ভোটের পরিবেশকে জমিয়ে তুলেছে। প্রার্থীরা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মানুষের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করছেন।
মেয়র প্রার্থী এনামুল হক মিরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিএনপির উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান| এখানে ৯টি ওয়ার্ডের মধ্যে দুটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর প্রার্থী জয়লাভ করেছেন। বাকী ৭টিতে লড়ছেন ৩০ জন প্রার্থী। আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ভোটে নেমেছেন ৯জন। মিরপুর পৌরসভায় মোট ভোটার ১৭হাজার ৬শ ৬৯ জন।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি