December 22, 2024, 2:55 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভা নির্বাচনে মেয়র পদে জাসদ আর আওয়ামী প্রার্থীর মধ্যে জমজমাট লড়াইয়রে আভাস পাওয়া যাচ্ছে। জাসদ এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় দুই নেতা হাসানুল হক ইনু এবং মাহবুবইল আলম হানিফ-এর এলাকা হওয়ায় এই পৌরসভায় দুই দলের সমান প্রভাব রয়েছে। এরই মধ্যে দুই দলের সমর্থকদের মধ্যে কয়েকদফা সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
ভেড়ামারা পৌরসভায় ৯টি ওয়ার্ডে ভোটার আছেন ১৯হাজার ৪শ ৫জন। এখানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। এরমধ্যে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে শামীমুল ইসলাম ছানা। তিনি ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভেড়ামারা পৌরসভার বর্তমান মেয়র। গতবারও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে তিনি জাসদ মনোনিত প্রার্থী আব্দুল আলীম স্বপনকে পরাজিত করেছিলেন।
এবার জাসদের মনোনয়নে প্রার্থী হয়েছেন, উপজেলা যুবজোটের সহ-সভাপতি আনোয়ারুল কবীর টুটুল। তরুন এ প্রার্থীর প্রতীক মশাল। টুটুল বলেন, ভেড়ামারা পৌরসভার প্রধান যে সমস্যা তা হলো জলাবদ্ধতা। আমি নির্বাচিত হলে এর সমাধান করবো। টাকার বিনিময়ে ভোট কিনছেন আওয়ামী লীগ প্রার্থীর এমন অভিযোগের প্রেক্ষিতে আনোয়ারুল কবীর বলেন, টাকায় নয় মানুষ ভালবেসে তার কাছে আসছে।
এদিকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম রেজা বলেছেন ভোট সুষ্ঠু হলে তিনিই জয়লাভ করবেন।
নারিকেল গাছ প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী সোলাইমান চিশতিও প্রচার প্রচারণা চালাচ্ছেন।
ভেড়ামারা পৌরসভায় কাউন্সিলর প্রার্থী আছেন ২৮ জন আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী ১০ জন। ভোট হবে ১৬ই জানুয়ারি।
Leave a Reply