December 23, 2024, 2:22 am
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
আগামী ১৬ জানুয়ারি কুষ্টিয়ার যে চারটি পৌরসভায় ভোট হবে তার মধ্যে কুমারখালীতে ভোট নেয়া হবে ইভিএম মেশিনে। নির্বাচন অফিস এরইমধ্যে সব প্রস্তুতি নিয়ে ফেলেছে। যারা ভোট নেবেন এবং দেবেন তাদের কয়েক দফায় প্রশিক্ষণ দিয়েছে- জানিয়েছেন কুষ্টিয়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান। এই পৌরসভায় এখন পর্যন্ত আওয়ামী লীগের মেয়র প্রার্থী সামসুজ্জামান অরুনকে প্রচার প্রচারণায় মাঠে দেখা যাচ্ছে। অরুন এই পৌরসভার বর্তমান মেয়র ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি টানা তিনবার মেয়র নির্বাচিত হয়েছেন।
আর বিএনপির প্রার্থী আনিসুর রহমান লালুকে তেমন একটা ভোটের মাঠে দেখা যাচ্ছে না। তিনি মাঝে মধ্যে ভোটারদের কাছে যাচ্ছেন। তার নির্বাচনী পোস্টারও তেমন একটা চোখে পড়ছে না। আনিসুর রহমান কুমারখালী পৌর বিএনপির সভাপতি। তিনি অভিযোগ করেছেন, তার সমর্থকদের বাঁধা দেয়া হচ্ছে। এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সামসুজ্জামান অরুন বলেছেন, নিশ্চিত পরাজয় জেনে ভোটের মাঠে না এসে অভিযোগ করছে বিএনপি। ১১ জানুয়ারি জেলা বিএনপির নের্তৃবৃন্দ প্রচারণায় আসেন এই পৌরসভায়। সেখানে জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, ইভিএম আনা হয়েছে আওয়ামী লীগকে জেতানোর জন্য। এই মেশিনে ১০ ভোট বিএনপিতে দিলে তার ৯টিই যাবে আওয়ামী লীগে।
তবে, কুষ্টিয়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান বলেছেন, ভোট সুষ্টু করতে রিটার্নিং কর্মকর্তারা যথাযত পদক্ষেপ নিচ্ছেন।
কুমারখালী পৌরসভায় মোট ভোটার ১৮হাজার ৯শ ৯০। এখানে দুই জন মেয়র পদে, ২৪ জন কাউন্সিলর পদে এবং ৮জন সংরক্ষিত মাহিলা কাউন্সিলর পদে লড়ছেন। ৩ নং ওয়ার্ডে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় হারুন অর রশিদ।
Leave a Reply