দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ঝিনাইদহের শৈলকূপায় ট্রাক-নসিমন সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও চার জন। বুধবার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই ইঞ্জিন চালিত নসিমনের যাত্রী বলে জানিয়েছে পুলিশ।
রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এস এম শামীম আক্তার বলেন, ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নসিমনের সংঘর্ষ হয়। এতে দুমড়ে-মুচড়ে যায় নসিমনটি। কয়েকজনকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারান ট্রাকচালক।
নিহত ছয় জনই নির্মাণ শ্রমিক। ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। হতাহতদের বাড়ি ঝিনাইদহ সদরের সুরাট এবং দোগাছি ইউনিয়নে। দুর্ঘটনার পর ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল।
দুর্ঘটনার পর ট্রাকটি খাদে পড়ে যায়। পালিয়ে যান ট্রাকচালক।
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি