October 30, 2024, 8:02 pm
দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
ভেড়ামারা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মানিক মিয়ার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগ। প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামারুল আরেফিন। বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম স্বপন, কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সভাপতি আবু তৈয়ব বাদশা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু।
১৩ জানুয়ারি বিকেলে সাদ্দামবাজার সদর উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ করে মজমপুর ট্রাফিক মোড়ে এসে মিলিত হয়। হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এমন এক দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ভেড়ামারায় মানিকের ওপর হামলার ঘটনায় প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তরা। তারা বলেন, প্রশাসন ব্যবস্থা না নিলে আগামী শুক্রবার ১৫ জানুয়ারি যুবলীগের নেতাকর্মীরা মানববন্ধন করবে।
Leave a Reply