দৈনিক কুষ্টিয়া প্রতিবেদক/
মুসলিম নিকাহ রেজিস্ট্রার হিসেবে নারীদের নিয়োগের বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে জানিয়েছে জাসদ। দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক যৌথ বিবৃতিতে আপিল বিভাগের ফুলকোর্ট গঠন করে হাইকোর্টের সংবিধানবিরোধী এই রায় পর্যালোচনা করার জন্য প্রধান বিচারপতির প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জাসদের দুই শীর্ষ নেতা এই আহ্বান জানান।
নারীদের মুসলিম নিকাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগের বিষয়ে হাইকোর্টের রায়ে বিস্ময় প্রকাশ করেছেন ইনু ও শিরীন। তারা বলেন, ‘হাইকোর্টের রায় সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। রাষ্ট্র লৈঙ্গিক কারণে পুরুষ ও নারীর মধ্যে কোনও বৈষম্য করতে পারে না।’
সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর : ড. আমানুর আমান,এম.ফিল (আইইউকে), পিএইচডি ( এনবিইউ- দার্জিলিং)
ব্যবস্থাপনা সম্পাদক: শাহনাজ আমান।
কার্যালয়:- থানা ট্রাফিক মোড়, কুষ্টিয়া।মোবাইল- ০১৭১৩-৯১৪৫৭০, ইমেইল: info.dailykushtia@gmail.com
ই-পেপার কপি