December 23, 2024, 3:26 am
দৌলতপুর প্রতিনিধি/ কুষ্টিয়ার দৌলতপুরে চোরাচালান নিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন। সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, দৌলতপুর থানার ওসি জহুরুল আলম, প্রাগপুর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুস সবুর, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. নজরুল ইসলাম, আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন, প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী, চিলমারী ইউপি চেয়ারম্যান সৈয়দ আহমেদ, দৌলতপুর ইউপি চেয়ারম্যান মহিউল ইসলাম মহি ও দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, দৌলতপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ।
সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করা হয়। পাশাপাশি দৌলতপুরে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে মোটরসাইকেল শোভাযাত্রা না করার সিদ্ধান্ত হয়।
Leave a Reply